দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দলীয় সমর্থক ও হিন্দুদের দিকে কেউ আঙুল তুললে তার হাত কেটে নেওয়ার হুমকি দিলেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি বান্ডি সঞ্জয় কুমার। রাজ্যের রাজধানী হায়দরাবাদের ওল্ড সিটি এলাকার বিজেপি কর্মী-সমর্থক এবং হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই এই হুমকি দিয়েছেন সঞ্জয় কুমার।
সোমবার হায়দরাবাদের আলওয়ালে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তেলেঙ্গানা সরকারের তীব্র সমালোচনা করেন সঞ্জয় কুমার। তাদের মদতেই হায়দরাবাদের ওল্ড সিটি এলাকায় বিজেপি কর্মী-সমর্থক ও হিন্দুদের অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ জানান। তিনি বলেন, “হায়দরাবাদের ওল্ড সিটি এলাকায় বিজেপি সমর্থক ও হিন্দুদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিজেপি তাদের রক্ষা করবে। যদি কেউ তাঁদের দিকে আঙুল তোলে তাহলে আমরা তাদের হাত কেটে নেব।”