Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

সারদাকাণ্ডে চূড়ান্ত চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই! নাম থাকতে পারে প্রভাবশালী মন্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এই বছরেই সারদা তদন্তের চার্জশিট দেবে সিবিআই। দিল্লিতে সিবিআইয়ের মূল দফতর থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঙ্গে রোজভ্যালি, আইকোর-সহ একাধিক চিটফান্ড কাণ্ডে তদন্তের গতি বাড়াতে চলেছেন গোয়েন্দারা।

সূত্রের খবর, চার্জশিটে বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের নাম থাকতে পারে। নাম থাকতে পারে এক আইপিএস আধিকারিকের। এছাড়া সাক্ষী হিসাবে চার্জশিটে নাম থাকতে পারে এক বিজেপি নেতার। একুশের ভোটের আগে সারদা মামলা নিয়ে যে আবার নড়াচড়া হবে, এমনটা প্রত্যাশিতই ছিল। কিন্তু চার্জশিট যে এত তাড়াতাড়ি চলে আসবে, তা অনেকেই ভাবেননি।

সিবিআই সূত্রের খবর, চার্জশিটের খসড়া ইতিমধ্যে কলকাতা থেকে পৌঁছেছে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে। সেখান থেকে সবুজ সংকেত পেলে পুজোর পরেই আদালতে পেশ করা হবে চার্জশিট। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে চলছে সারদাকাণ্ডের তদন্ত। সাড়ে ৬ বছরে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতামন্ত্রী। এই সময়ে আদালতে ৬টি চার্জশিট পেশ করেছে সিবিআই।

 

 

Leave a Reply

error: Content is protected !!