Thursday, September 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

পুরুষতান্ত্রিক দল বিজেপি ক্ষমতায় থাকলে মুসলিম নারীদের ক্ষমতায়ন হবেনা, মন্তব্য প্রতিচির সাবির আহমেদের

ছবি : সংগৃহিত

নিজস্ব প্রতিনিধি, দৈনিক সমাচার, কলকাতা: পুরুষতান্ত্রিক দল বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মুসলিম নারীদের ক্ষমতায়নের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করলেন দেশের জনপ্রিয় গবেষণা সংস্থা প্রতিচির সাবির আহমেদ। গেরুয়াশিবির ক্ষমতায় এসেই মুসলিম নারীদের নিয়ে বহু মিথ্যা প্রচার করেছে বলে অভিযোগ। এমনকি তিনতালাক ইস্যুতে রাজনীতি হয়েছে। তিন তালাক বিরোধী আইন পাশ করে মুসলিম নারীদের সর্বনাশ করেছে।

অভিযোগ, তিন তালাক নিয়ে মিথ্যা ভোট প্রচার করলেও এই সময় মুসলিম নারীদের ক্ষমতায়ন হয়নি। চাকরি, স্বাস্থ্য, রাজনীতিতে ব্রাত্য করে রাখা হয়েছে। মুসলিম অধ্যুষিত এলাকায় নারীদের শিক্ষার জন্য কলেজ,ইউনিভার্সিটি তৈরি হয়নি। লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিতা মুসলিম নারী চাকরি পায়নি। মুসলিম নারীদের মান সম্মান রক্ষা করতে সরকার ব্যর্থ বলে বারবার অভিযোগ উঠেছে। তিনতালাক ইস্যুতে বিজেপি যখন সরব হয়েছে তখন গুজরাটের সেইসব মহিলাদের প্রসঙ্গ উঠে আসে যারা দাঙ্গায় সব হারিয়েছে। আসলে সমাজ কর্মীদের অনেকে বলছেন, শুধু মুসলিম নয়, বিজেপির শাসনে কোনও নারী নিরাপদ নয়। ধর্ষণ,খুন একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোটি কোটি হিন্দু নারীও চাকরি পায়নি,রাজনৈতিক অধিকার পায়নি।

প্রতিচির সাবির আহমেদ জানান, “বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গে রাজনীতিতে মুসলিমদের সামগ্রিকভাবে অংশগ্রহণ কমেছে,মুসলিম নারীদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। একমাত্র পথ,পুরুষতান্ত্রিক দল বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মুসলিম নারীদের ক্ষমতায়নের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।” কিন্তু শুধু কি বিজেপি? নাকি সব রাজনৈতিক দল নারীদের ধোকা দিয়েছে? প্রশ্ন কিন্তু থাকছেই।

 

 

Leave a Reply

error: Content is protected !!