Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপিতে শুভেন্দু এলে আমাদের ক্ষমতা বাড়ত, না এলেও কমবে না: বিজয়বর্গীয়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনায় জল ঢেলে মঙ্গলবার তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয় তৃণমূলেই থাকছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। নেতারা প্রকাশ্যে কিছু না বললেও মঙ্গলবার সন্ধের পরের এই খবর কিছুটা হলেও ধাক্কা দেবে রাজ্য বিজেপি শিবিরকে।

 

এদিন সন্ধের পর উত্তর কলকাতার একটি জায়গায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, টিম পিকে-সহ দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। তার পরেই জি ২৪ ঘণ্টাকে সৌগত রায় জানিয়ে দেন, শুভেন্দু দলেই ছিলেন। দলেই থাকছেন।

এনিয়ে বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, শুভেন্দুর সব ক্ষোভ ছিল ভাইপোর ওপরে। তিনি যেভাবে রাজ্যে সিন্ডিকেট রাজকে মদত দিচ্ছিলেন তা মেনে নিতে পারছিলেন না শুভেন্দু। মমতাকে তিনি আগেই বলেছিলেন ভাইপোকে আটকান। তা না হওয়াতেই ক্ষোভ দানা বেঁধেছিল শুভেন্দুর মনে।

বিজয়বর্গীয় আরও বলেন, সৌগতবাবু তো বলছেন। শুভেন্দু নিজে কী বলছেন। ওঁকে জিজ্ঞেস করুন। শুভেন্দু মাটির কাছাকাছি থাকা নেতা। উনি কারও পরোয়া করেন না। রাজনীতিতে সব সম্ভব।

রাজ্য রাজনীতিতে জল্পনা ছিল শুভেন্দু শুধু তৃণমূল ছাড়ছেন না, তিনি যোগ দিচ্ছেন বিজেপিতে। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও তাঁর দেখা করার একটি খবর রটেছিল। এতকিছুর পর শুভেন্দু অধিকারীর তৃণমূলে থেকে যাওয়ার খবর বিজেপিকে কি ধাক্কা দিল? এনিয়ে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, শুভেন্দু বিজিপেতে যোগ দিলে দলের শক্তি বাড়ত। কিন্তু না এলেও রাজ্যে আমার শক্তিশালীই আছি। শুভেন্দু এলেই যে রাজ্যে বিজেপি সরকার গড়তে পারত এমন কোনও কথার কোনও ভিত্তি নেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি।

 

 

Leave a Reply

error: Content is protected !!