দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ক্রমশ তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে, বেশ কয়েকদিন থেকেই এমন খবরে উত্তাল রাজ্য রাজনীতি। তাঁর দলবদল নিয়ে জল্পনার শেষ নেই। তিনি তৃণমূল ছাড়ছেন বলে বারবার গুঞ্জন উঠলেও নিজে মুখে আজ পর্যন্ত এব্যাপারে একটা কথা বলেননি শুভেন্দু অধিকারী। এবার সেই সমস্ত জল্পনায় জল ঢাললেন তিনি নিজে।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়, কেন তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূলের বৈঠকে বা সভায়। জবাবে শুভেন্দু বলেন, ফিজিক্যালি হয় তো না পেলেন, চার মাস পরে পেলেন, কিন্তু সেজন্য কোনও কাজ আটকে নেই। এখানে ব্যক্তির ওপর নির্ভর করে না, একা শুভেন্দু না থাকলে অনেক নেতৃত্ব রয়েছে তারা সামলে নিতে পারবে। কারণ আমাদের দলে একজনই নেত্রী, তাঁর নাম মমতা ব্যানার্জি।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকেই শুভেন্দুবাবুর বিজেপিতে যোগদান নিয়ে জোর জল্পনা চলছে। রাজনৈতিক মহলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে প্রাধাণ্য দিচ্ছেন মমতা। যার ফলে শুভেন্দুর অগ্রগতি থমকে যাচ্ছে। তার ফলে তৃণমূলে থাকা ক্রমশ অসম্ভব হয়ে উঠছে শুভেন্দুর পক্ষে।