Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আমরা বিনা পয়সায় চাল দিতে পারলে তোমরা গ্যাস দিতে পারবেনা কেন? কেন্দ্রকে প্রশ্ন মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিনা পয়সায় আমরা যদি চাল দিতে পারি, তাহলে বিনা পয়সায় তোমাদের গ্যাস দিতে হবে। মঙ্গলবার পুরুলিয়ার পারায় জনসভায় দাঁড়িয়ে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‌আজ গ্যাসের দাম কত?‌ ৯০০ টাকা।নরেন্দ্র মোদী সব খেয়ে নিয়েছে। ভোটের আগে দাম কমিয়ে আবার বাড়িয়ে দেবে। আমরা যদি বিনা পয়সায় চাল দিতে পারি, তোমাকে বিনা পয়সায় গ্যাস দিতে হবে।’‌

একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেই মমতা বলেন, ‘‌ব্যাঙ্ক বন্ধ করে দিচ্ছে। কোল ইন্ডিয়া, রেল, বিএসএনএল বন্ধ করে দিচ্ছে। সব কারখানা বন্ধ করে দিচ্ছে। শুধু মোদীর মিথ্যা কথা বলার কারখানা চালু রয়েছে। অসম, ত্রিপুরার ইস্তেহার নিয়ে আসুন বিজেপির। সেখানে সবাইকে স্থায়ী কর্মী করবে বলেছিল। কিছুই করেনি। ইস্তেহারে বলে করবে। কিন্তু করবে না। দানব, দৈত্য, রাবণ থেকে সাবধান। আমরা মা দুর্গাকে ভালবাসি। হিন্দু, মুসলমান করবেন না।’‌

এদিন ভোটের মেশিন নিয়েও আরো একবার সতর্ক করে দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘‌কর্মীদের বলছি, ভোটের মেশিন ভালো করে পরীক্ষা করবেন। তিরিশটা করে ভোট হলে মেশিন দুবার অফ অন করবেন। ভোটের মেশিন খারাপ হলে মেশিন ঠিক হলে ভোট দেবেন। তাড়াহুড়া করবেন না। ভোটের মেশিনকে পাহাড়া দিতে হবে। ঘুমের ওষুধ মেশাতে পারে বিরিয়ানি, চায়ে তে। তাই বিজেপির দেওয়া খাবার খাবেন না।’‌

এদিন বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলে মমতা বলেন, ‘‌নির্বাচনের আগে টাকা দিয়ে বলবে, বিজেপিকে ভোট দে। এটা সাধারণ মানুষের টাকায় বিজেপিকে বলবেন, কোটি কোটি টাকা চুরি করেছিস। টাকা নিয়ে ভোট দেবেন না। ভোটের এক মাস বাদে পগার পার। তারপর আর পাত্তা পাওয়া যাবে না। বিজেপি বিশ্বাসঘাতকদের দল।বিশ্বাস করবেন না। আমায় জব্দ করার জন্য পায়ে আঘাত করেছে।কিন্তু আমি এক পায়ে শট মারব। তাতে মাঠের বাইরে ফেলে দেব।’‌

 

Leave a Reply

error: Content is protected !!