Saturday, July 27, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আচ্ছে দিন! শুধুমাত্র ২০১৯ সালেই দেশে আত্মহত্যা করেছেন ৪২৪৮০ জন কৃষক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশে আচ্ছে দিনের কি নমুনা! মোদী সরকারের আমলে শুধুমাত্র ২০১৯ সালেই দেশজুড়ে আত্মহত্যা করেছেন ৪২৪৮০ জন কৃষক ও দিন মজুর। এমনটাই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB)। যার মূল কারণই হচ্ছে অর্থনৈতিক সমস্যা। বেশিরভাগ কৃষক লোন নিয়ে পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। যার ফলে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। দেশের কৃষক, দিনমজুর ও বেকারদের আত্মহত্যার কারণ হিসেবে দেশের কোমর ভাঙা অর্থনীতিকেই কাঠগড়ায় তুলেছেন অর্থনীতিবিদরাও।

এনসিআরবি-র তথ্য বলছে, ২০১৮ সালে ১০ হাজার ৩৫৭ কৃষক আত্মহত্যা করেছিলেন। সেখানে গত বছর ১০ হাজার ২৮১ জন কৃষক আত্মহত্যা করেছেন। দুবছরের মধ্যে তফাৎ সামান্যই। অপরদিকে, ২০১৮ সালে ৩০,১৩২ দিন মজুর আত্মহত্যা করেছিলেন। সেখানে ২০১৯-এ সংখ্যাটা বেড়ে হয়েছে ৩২,৫৫৯। আত্মহত্যার ক্ষেত্রে মহিলাদের থেকে অনেক এগিয়ে রয়েছেন পুরুষদের সংখ্যা। তবে উল্লেখযোগ্য বিষয় হল, দেশের বিভিন্ন রাজ‍্যের কৃষক আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করলেও পশ্চিমবঙ্গে কোনো কৃষক আত্মহত্যা করেননি বলেই উল্লেখ করেছে এনসিআরবি।

দেশের কৃষকদের এমন হালের জন্য মোদী সরকারকে ছেড়ে কথা বলেনি বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস অবশ্য চলতি বছরের হিসেব তুলে ধরে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, ‘ভারতে প্রতিদিন ৩৮ জন বেকার ও ১১৬ জন কৃষক আত্মহত্যা করছেন, আপনি এর মধ্যে শান্তিতে ঘুমোন কী করে?’

 

 

Leave a Reply

error: Content is protected !!