Friday, February 7, 2025
Latest Newsদেশফিচার নিউজ

অসমে সরকারে কংগ্রেস এলে সিএএ কার্যকর হবে না, প্রতিশ্রুতি রাহুলের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের ১১ ডিসেম্বর সংসদে সিএএ বিল পাস হয়। তার পর সবথেকে বেশি প্রতিবাদ হয়েছিল অসমে। মারা গেছিলেন বহু মানুষ। অসমবাসীর আশঙ্কা ছিল, সিএএ আইনের জন্য বহু লোক নাগরিকত্ব হারাবেন। এবার ভোট প্রচারে এই সিএএ–কে হাতিয়ার করল কংগ্রেস। অসমে কংগ্রেস ক্ষমতায় এলে সিএএ (‌সংশোধিত নাগরিকত্ব আইন)‌‌ কার্যকর করা হবে না। প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মার্চ–এপ্রিলে বিধানসভা নির্বাচন অসমে। তার আগে এই প্রথম প্রচারে এলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। জানিয়ে দিলেন, রাজ্যের প্রয়োজন ‘‌নিজেদের মুখ্যমন্ত্রী’‌, যিনি এখানকার মানুষের কথা শুনবেন। দিল্লি বা নাগপুরের কথায় চলবে না। এভাবেই ‘‌বহিরাগত’‌ ইস্যু তুলে বিঁধলেন বর্তমান বিজেপি সরকারকে।

রাহুল মানলেন, যে বেআইনি অনুপ্রবেশ অসমে একটি বড় সমস্যা। কিন্তু কথা বলেই সেই সমস্যা মেটাতে হবে বলে মনে করেন তিনি। তাঁর দল ক্ষমতায় এলে অসম চুক্তি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও জানিয়ে দিলেন রাহুল। বললেন, ‘‌অসম চুক্তি শান্তি এনেছে। এটাই রাজ্যের রক্ষক।’

এবার ভোট প্রচারে এই সিএএ–কে হাতিয়াড় করল কংগ্রেস। রাহুল অভিযোগ করলেন, অসম চুক্তিকে সামনে রেখে বিজেপি এবং আরএসএস রাজ্য ভাগের চেষ্টা করছে। ‘‌অসম ভাগ হলে প্রধানমন্ত্রী মোদি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কিছু যাবে আসবে না। কিন্তু অসমের মানুষ এবং বাকি দেশ ভুগবে।’‌ ‌

বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকেও আক্রমণ করতে ছাড়লেন না রাহুল। বললেন, ‘‌রিমোট টিভি চালাতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী নয়। এই মুখ্যমন্ত্রী নাগপুর আর দিল্লির কথা শোনে। এ রকম মুখ্যমন্ত্রী অসমবাসী আবার পেলে তাঁদের কোনও লাভ হবে না। যুবকদের দরকার এমন এক মুখ্যমন্ত্রী, যিনি তাঁদের চাকরি দেবেন।’‌

 

 

Leave a Reply

error: Content is protected !!