দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর, ৫-মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৫ দিন পর, আজ ১০ মে, শপথ নেবে তাঁর মন্ত্রিসভা। তৃণমূল সূত্রে খবর, সোমবার মন্ত্রীপদে শপথ নেবেন ৪৩ জন। তাঁর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বাদে আরও ৮ জন মহিলা, মন্ত্রী হচ্ছেন। ৭ জন সংখ্যালঘু বিধায়কও মন্ত্রী হচ্ছেন।
আজ সকাল পৌনে ১১টায় রাজভবনে মন্ত্রীপদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য। তার মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী ৯ জন। একাধিক নতুন মুখ থাকছে মন্ত্রিসভায়।