Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

জিতেও মমতার মন্ত্রীসভায় যাদের ঠাঁই হল না, দেখে নিন তালিকা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নিজে হাতে মন্ত্রিসভা সাজিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা যাচ্ছে বিদায়ী মন্ত্রীসভায় জায়গা পেয়েছিলেন এমন অনেকেই এবার আর মন্ত্রী হওয়ার দৌড়ে নেই। তাঁদের মধ্যে অন্যতম নির্মল মাজি, তাপস রায়, আশিস বন্দ্যোপাধ্যায়, গিয়াসিউদ্দিন মোল্লা, জাকির হোসেন, অসীমা পাত্র, মন্টুরাম পাখিরা। গত লোকসভা ভোটের আগে তাপস রায় ও নির্মল মাজিকে মন্ত্রী করা হয়েছিল। দক্ষিণ ২৪ পরগণা থেকে মন্ত্রীত্ব পেয়েছিলেন মন্টুরাম পাখিরা, গিয়াসুদ্দিন মোল্লা। কিন্তু তাঁদেরও এবার নাম নেই মন্ত্রিসভার তালিকায়। অন্যদিকে তপন দাসগুপ্ত ও অসীমা পাত্র দুজনেই ছিলেন হুগলি থেকে মন্ত্রীত্বের তালিকায়। কিন্তু এবার আর জায়গা পাননি তাঁরা। সেজায়গায় মন্ত্রী হচ্ছেন সেই হুগলি জেলা থেকেই নির্বাচিত রত্না দে নাগ।

প্রতিটি জেলা থেকে ঠিক এভাবেই সংগঠন আর প্রশাসনে গুরুত্বপূর্ণ নেতৃত্বকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ প্রতিবার দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ক্যাবিনেট সম্প্রসারণের পরিস্থিতি তৈরি হলে আরও একাধিক মুখ সামনে আসতে পারে। হুগলি থেকে যেমন তপন দাশগুপ্ত আর অসীমা পাত্র, প্রাক্তন দুই মন্ত্রীই বাদ। অসীমা বা তপনের অবশ্য তাতে কোনও খেদ নেই। অসীমার বক্তব্য, “দিদি সুযোগ দিয়েছেন বারবার। যখন মনে করেছেন মন্ত্রিত্বে এনেছেন। আবার যখন দরকার পড়বে অন্য কাজ দেবেন। তাঁর সিদ্ধান্তই শিরোধার্য।”

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার জায়গায় এবার মন্ত্রিত্বে এনে মমতা সুন্দরবন উন্নয়নে সুযোগ দিতে পারেন সাগরের বিধায়ক বঙ্কিম হাজরাকে। একইভাবে গিয়াসউদ্দিন মোল্লাও এবারের মন্ত্রিসভায় সুযোগ পেলেন না। অন্যদিকে, বিধানসভায় সরকারি দলের মুখ্য সচেতককে হবেন, তাও এখনও ঠিক হয়নি। তবে এখনও ভোট হয়নি মুর্শিদাবাদের জঙ্গিপুরে। সেখানে আর সমশেরগঞ্জে দুই বাম জোটের প্রার্থীর মৃত্যুতে ভোট ১৬ মে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার উদ্ভুত পরিস্থিতিতে ওই দুই কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে। জঙ্গিপুর থেকে জিতে প্রাক্তন মন্ত্রী হয়েছিলেন জাকির হোসেন। বোমা বিস্ফোরণে পা হারিয়েও তিনি প্রচারে বেরিয়েছেন। তবে ভোট স্থগিত হওয়ায় তাঁর কেন্দ্রের ফলাফল সামনে আসেনি। তাই আপাতত তাঁকে মন্ত্রিত্ব থেকে বাদ পড়তে হল। তবে সেই জেলায় ইতিমধ্যে দু’জনকে মন্ত্রী করেছেন মমতা।

 

Leave a Reply

error: Content is protected !!