দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামকে আমি মডেল নন্দীগ্রাম করে দেব, মঙ্গলবার শেষ দফার প্রচারে গিয়ে এমনটাই প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো তথা নন্দীগ্ৰামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শেষবেলার জন্য একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন তিনি। প্রথম রোড শো এবং পরে তিনটি জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু, পথে নামতেই কিছুটা ছন্দ কাটল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইলচেয়ার বেরতেই নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিক্ষোভের মুখে পড়লেন তিনি। তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা গেল একদল বিক্ষোভকারীকে। যা নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে এলাকা।
এদিন সোনাচূড়ার জনসভা থেকে মমতা সকলকে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। মমতা বলেন, ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল, সব ভোট জোড়াফুল।’ এদিন বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নন্দীগ্রামকে নিয়ে আগামীদিনে তাঁর একাধিক পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। তাঁর প্রতিশ্রুতি, ‘নন্দীগ্রামকে আমি মডেল নন্দীগ্রাম করে দেব। হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে ব্রিজ হবে।’