Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভোট চলাকালীনই বিজেপিকে জয়ী ঘোষণা, ৮ সংবাদপত্রকে নোটিশ কমিশনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সর্বানন্দ সোনওয়াল, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত কুমারদাসের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাল কংগ্রেস। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে পুলিশের এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। পাশাপাশি অসমের আটটি সংবাপত্রের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।

উল্লেখ্য, প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে অসমে। প্রথম দফায় ১২টি জেলার ৪৭টি আশনে ভোটগ্রহণ হয়েছে। এবং এরপরই অসমের আটটি শীর্ষ সংবাদপত্রে বিজেপি একটি অ্যাড ছাপায় যেটি দেখতে ‘খবর’-এর মতো। এবং সেই অ্যাডে দাবি করা হয়েছে যে অসমে অনুষ্ঠিত হওয়া প্রথম দফার নির্বাচনের ৪৭টি আসনেই জিততে চলেছে বিজেপি। এবং এই অ্যাডের বিরুদ্ধেই কমিশনে অভিযোগ জানায় কংগ্রেস।

জানা গিয়েছে কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অভিযুক্ত আট সংবাদপত্রকে এই অ্যাডের প্রেক্ষিতে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেসের অভিযোগ, অসমে হারতে চলেছে বুঝেই ভওটারদের প্রভাবিত করতে মিথ্যাচার ছড়াচ্ছে বিজেপি।

এই ঘটনার প্রেক্ষিতে অসমের কংগ্রেস নেতা তথা দলের লিগাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরন বড়ুয়া বলেন, ‘আদর্শ আচরণবিধির এবং নির্বাচন কমিশনের নির্দেশিকাকে স্পষ্ট ভাবে লঙ্ঘন করা হয়েছে। এটা একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত ছিল। এর মাধ্যমে রাজ্যের ভোটারদের প্রভাবিত করে পরবর্তী দফার ভোটের ফল বদলানোর চেষ্টা করছে বিজেপি।’

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ২৭ মার্চের আগে অসমের ভোট নিয়ে কোনও রকম সমীক্ষা বা পূর্ভাবাস করা যাবে না। ইতিমধ্যেই ২৭ মার্চ প্রথম দফায় সেরাজ্যের ১২টি জেলার ৪৭টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও দুই দফা ভোটগ্রহণ। অসমে দ্বিতীয় দফায় ১ এপ্রিল ১৩টি জেলার ৩৯টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ৷ আর ৬ এপ্রিল হবে ১২টি জেলার ৪০টি বিধানসভা আসনে৷ ফলপ্রকাশ ২ মে৷

কংগ্রেসের ১৫ বছরের শাসনের পর ২০১৬ সালে ইতিহাস রচনা করে প্রথমবার সরকার গঠন করে বিজেপি৷ বিজেপি ও তাদের শরিক অগপ এবং বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট অসমের ১২৬টি বিধানসভা আসনের মধ্যে ৮৬টিতে জয়লাভ করে৷ বিজেপি জেতে ৬০টি, অগপ ১৪টি এবং বিপিএফ জেতে ১২টি আসনে৷ তরুণ গগৈয়ের নেতৃত্বে টানা তিনবার সরকার চালানো কংগ্রেস জেতে মাত্র ২৬টি আসনে৷ এবারের নির্বাচন বিজেপির কাছে সেই ইতিহাসের পুনরাবৃত্তির চ্যালেঞ্জ।

Leave a Reply

error: Content is protected !!