Sunday, January 26, 2025
Latest Newsদেশ

যোগীর রাজ্যে বিদ্যালয়েও জাতপাতের ছায়া, আলাদা বসে মিড ডে মিল খাচ্ছে দলিত ছাত্ররা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, যেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন ধর্মীয় গুরু। সেই রাজ্যের বিদ্যালয়েও পড়ল জাতপাতের ছায়া? রাজ্যের বালিয়া জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল আলাদা বসে খেতে দেখা গিয়েছে দলিত ছাত্রদের।

এমনই চাঞ্চল্যকর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যারপর শুরু হয়েছে তুমুল শোরগোল। অভিযোগ উঠেছে, উঁচু জাতের ছাত্রদের সঙ্গে বসে খাওয়ার অধিকার নেই দলিত ছাত্রদের। উঁচু জাতের ছাত্ররা মিড ডে মিল খাওয়ার জন্য বাড়ি থেকে নিয়ে আসে থালা – বাসন। কারণ দলিত ছাত্ররা যে থালায় খায়, সেই থালায় খায় না উঁচু জাতের ছাত্ররা।

Leave a Reply

error: Content is protected !!