Saturday, July 27, 2024
ফিচার নিউজরাজ্য

বাড়ছে রেশন কার্ড সংশোধনের সময়সীমা, ঘোষণা মমতার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রেশনকার্ড সংশোধনের সময়সীমা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ে ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে সংশোধনের কাজ। মমতা আরও জানিয়েছেন, তিন ক্যাটেগরির জন্য হবে তিন রঙের রেশন কার্ড।

আজ মুখ্যমন্ত্রী খাদ্য দফতরের আমলাদের নির্দেশ দেন, তিন রঙের রেশন কার্ড প্রস্তুত করতে হবে। প্রথম ক্যাটাগরি, যাঁরা দুটাকা কিলো দরে চাল পান। দ্বিতীয় ক্যাটেগরি, যাঁরা অর্ধেক দামে চাল পান। এবং তৃতীয় ক্যাটেগরি, যাঁরা রেশন কার্ডকে পরিচয় পত্র হিসেবে ব্যবহার করেন, কিন্তু রেশন নেন না। তাঁদের জন্য আলাদা রঙের কার্ড।

এ দিন মমতা বলেন, “তাড়াহুড়ো করবেন না। প্রথম দফায় ২৭ অক্টোবর পর্যন্ত রেশন কার্ড সংশোধনের কাজ চলবে। তারপর আবার ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হবে এই কাজ।” তিনি আরও বলেন, “মানুষ এনআরসি আতঙ্কে ভুগছেন। এখনও পর্যন্ত ১১জন আত্মহত্যা করেছেন। কেউ ভয় পাবেন না। কাউকে বাংলা থেকে যেতে হবে না।”

Leave a Reply

error: Content is protected !!