Wednesday, February 5, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে টিম ইন্ডিয়া

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে হেলায় হারাল ভারত। প্রথমে বোলারদের তাণ্ডব, তার পর ব্যাট হাতে রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মার দুরন্ত ইনিংস। ৬৪ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতে এশিয়ান গেমসে ক্রিকেটের ফাইনালে উঠে গেল টিম ইন্ডিয়া।

এদিন ভারত অধিনায়ক রুতুরাজ প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। কিন্তু ভারতীয় বোলারদের সামনে কার্যত নাজেহাল হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে মাত্র ৯৬ রান করে।

তিনটি উইকেট নেন সাই কিশোর।ওয়াশিংটন সুন্দরের দখলে ২টি উইকেট। একটি করে উইকেট নেন তিলক, শাহবাজ, বিষ্ণোই। বাংলাদেশের হয়ে সর্ব্বোচ্চ রান করেন উইকেটরক্ষক জাকের আলির। ২৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৩ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

জবাবে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল শূন্য রানে আউট হয়ে যান। এরপর তিলক বর্মা এবং রুতুরাজের ব্যাটে ভর করে সহজেই জয় পায় ভারত। তিলক অর্ধশতরান করেন। অধিনায়ক রুতুরাজ ৪০ রান ও তিলক ৫৫ রানে অপরাজিত থাকেন।

Leave a Reply

error: Content is protected !!