দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কামদুনি ধর্ষণ এবং হত্যাকাণ্ড মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। ফাঁসির সাজাপ্রাপ্ত দুই আসামির সাজা বদলে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেছে আদালত। আর এক ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলি বেকসুর খালাস পেয়েছেন। অন্য দিকে, নিম্ন আদালতে যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত ইমানুল ইসলাম, ভোলানাথ নস্করও বেকসুর খালাস পেয়েছেন।
২০১৩ সালের ৭ জুন এক ছাত্রীকে উত্তর ২৪ পরগনার কামদুনিতে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছিল। কলেজ থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ করা হয় ওই ছাত্রীকে। প্রাথমিক ভাবে পুলিশ তদন্ত শুরু করলেও এর পরে ঘটনার তদন্তের ভার পায় সিআইডি। চার্জশিটে অভিযোগ আনা হয় ন’জনের বিরুদ্ধে। ২০১৬ সালের ৩০ জানুয়ারি কলকাতার নগর দায়রা আদালতের (ব্যাঙ্কশাল কোর্ট) বিচারক সঞ্চিতা সরকার দোষী ছ’জনের শাস্তি ঘোষণা করেন।