Saturday, January 18, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

জয়ের ছক্কা টিম ইন্ডিয়ার! শামির ৪, বুমরাহর ৩ উইকেটে কুপোকাত ইংরেজরা

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : মাত্র ২২৯ রান করেও সহজ জয় তুলে নিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে জয়ের ছক্কা রোহিতদের। টানা ষষ্ঠ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল ভারত। গত ম্যাচে পাঁচ উইকেট দখল করা শামি এদিন ৪ উইকেট দখল করে ইংরেজদের ব্যাটিং লাইন বিধস্ত করে দেন। তাকে যোগ্য সঙ্গ দেন বুমরাহ (৩ উইকেট) ও কুলদীপ (২ উইকেট)।

Leave a Reply

error: Content is protected !!