দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : বৃষ্টিতে ভেসে গিয়েছিল সিরিজের প্রথম ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। আফ্রিকান ব্যাটসম্যানদের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে নেমে ঝড়ো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। তবে চতুর্থ ওভারে দলীয় ৩৩ রানের মাথায় ১২ রান করে ফিরে যান রোহিত। দ্বিতীয় উইকেট জুটিতে ধাওয়ানকে সঙ্গে নিয়ে ৬১ রানের জুটি গড়েন অধিনায়ক কোহলি।
টি-২০ ক্যারিয়ারের ২২তম ফিফটি করে ৫২ বলে ৭২ রানে অপরাজিত থাকেন কোহলি। অন্যদিকে ব্যক্তিগত হাফসেঞ্চুরির আশা জাগিয়েও ৪০ রানে আউট হন ধাওয়ান। রিশাভ পান্ত আউট হন ৫ বলে ৪ রান করে। তবে এরপর আর বিপদ ঘটতে দেননি কোহলি এবং শ্রেয়াস আইয়ার। দুজনের অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটিতে জয় পায় ভারত। যেখানে আইয়ারের অবদান মাত্র ১৬ রান। আগে ব্যাট করে কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ফিফটি করে ম্যাচসেরার পুরষ্কার জেতেন কোহলি।