Monday, February 24, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

মুসলিম বিশ্ব থেকে বছরে ১২০ বিলিয়ন ডলার আসে ভারতে, মুসলিমদের হেনস্থা করলে ধাক্কা খাবে অর্থনীতি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উপসাগরীয় দেশগুলোতে প্রায় ৮৫ লাখ ভারতীয় চাকরি করার পাশাপাশি সেখানে বসবাসও করেন। তাদের একটি বড় অংশ আবার হিন্দু। জিসিসিভুক্ত দেশগুলির সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে খুবই ভালো হয়েছে, ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই দেশগুলো হল বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

প্রতিবছর উপসাগরীয় দেশগুলো থেকে ৫৫ বিলিয়ন ডলারের বেশি ভারতে হস্তান্তরিত হয় এবং বছরে সব মুসলিম দেশ থেকে ১২০ বিলিয়ন ডলার যায় ভারতে। এসব দেশে ভারতীয়দের (প্রধানত হিন্দু) সাথে ভালো আচরণ করা হয়। এর বিনিময়ে তারা ভারতের মুসলিম সম্প্রদায়ে সাথে কেমন আচরণ করছে? বিশেষজ্ঞদের মতে ভারতে মুসলিমদের প্রতি হেনস্থা বন্ধ না করলে জোর ধাক্কা খাবে অর্থনীতি। এমনকি মুসলিম বিশ্ব থেকে প্রবাসী ভারতীয়দের ফিরিয়ে দেওয়ার সম্ভাবনাও বাদ যাচ্ছেনা।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!