দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শেষ ম্যাচে বিরাট জয় বিরাটদের! সিডনিতে টানা দু’টো হারের পর আজ ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে লজ্জাজনক অধ্যায় রচনার হাত থেকে বাঁচল ভারত। ব্যাটে-বলে আজ চমক দেখালেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। একই সঙ্গে জাতীয় দলের অধিনায়ক হিসেবে এক লজ্জাজনক অধ্যায় রচনার হাত থেকেও বেঁচে গেল টিম ইন্ডিয়া। এমএস ধোনির সঙ্গে একই আসনে বসলেন বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ মোকাবিলা জিতে হোয়াইটওয়াশের হাত থেকে বেঁচেছে ভারতীয় ক্রিকেট দল। অন্যথায় একই বছরে দুই বার অপ্রীতিকর ঘটনা ঘটে যেত। গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হোয়াইটওয়াশের সম্মুখীন হতে হয়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে।
৪৯ ওভার ৩ বলেই থেমে যায় অস্ট্রেলিয়া। ২৮৯ রানেই অল উইকেট ডাউন হয়ে গেল অজিদের। অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে তৃতীয় একদিনের ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।