Tuesday, April 16, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

প্যান ও আধার কার্ডে নাম ভুল? কীভাবে সহজেই ঠিক করবেন, জেনে নিন উপায়

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১২ ডিজিটের আধার কার্ড ঠিকানার ও প্রমাণপত্র। এই কার্ডের মতো আরও একটি গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড। ব্যক্তির আর্থিক লেনদেনের হিসাব নজরে রাখতে আয়কর দফতরকে সাহায্য করে এটি।

কার্ডে ব্যক্তির নাম, জন্ম তারিখ ও ছবি থাকে। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায়, একই মানুষের নামের বানান দুটো কার্ডে দু’রকম আছে। তবে তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এবার খুব সহজেই নাম সংশোধন করা যাবে প্যান ও আধার কার্ডে।

আধার সংশোধনের উপায় –

  • আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।
    আধার মডিফিকেশন ফর্ম পূরণ করতে হবে।
  • ফর্মে সঠিক তথ্য দিন।
  • নামের সঠিক বানান-সহ তথ্য ফর্মের সঙ্গে দিন।
  • তথ্য সংশোধন করতে ২৫ থেকে ৩০ টাকা দিতে হবে। জায়গা ও কেন্দ্র অনু্যায়ী টাকার তারতম্য হয়।
  • উপরোক্ত পদ্ধতি অনুযায়ী কাজ করলে নাম সংশোধন হতে যাবে।

প্যান সংশোধনের নিয়ম –

  • ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। (www.nsdl.co.in)
  • ‛Correction in Existing PAN’ সিলেক্ট করুন।
  • ক্যাটেগরি টাইপ নির্বাচন করুন।
    নামের সঠিক বানান-সহ নথি জমা দিন।
  • Submit অপশনে ক্লিক করুন।
  • এর জন্য নির্দিষ্ট ফি দিতে হবে।
  • আবেদনের ৪৫ দিনের মধ্যে নতুন প্যান কার্ড নথিভুক্ত ঠিকানায় পৌঁছে যাবে।

 

Leave a Reply

error: Content is protected !!