দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পরিকল্পিতভাবে ভারতীয় মুসলিমদের সন্ত্রাসবাদী সাজানো হচ্ছে, এমনটাই মন্তব্য করলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি মার্কেন্ডেয় কাটজু। বিচারপতি কাটজু তার ফেসবুকে পেজে লিখেছেন, যখনই ভারতে কোনো বোমা বিস্ফোরণ বা এজাতীয় কোনো হামলার ঘটনা ঘটে তৎক্ষণাৎ সেটার দায় বর্তায় ইন্ডিয়ান মুজাহিদিন বা হরকত-উল-জেহাদ-ই ইসলামের মত সংগঠনের উপরে।
স্বাধীনতা দিবসের দিন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি কাটজু অভিযোগ শানিয়ে লিখেছেন, প্রায়ই মুসলিমদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। যখনই কোনো বোমা বিস্ফোরণ ও নাশকতামূলক কাজ ঘটছে, পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে পারছে না। আর সে কারনেই মিডিয়া কোনো মুসলিম সংগঠনের উপর দায় চাপিয়ে তারপর সমগ্র মুসলিম সমাজকে কাঠগোড়ায় তোলে দিনরাত প্রচার চালাচ্ছে।
কাটজু আরও উল্লেখ করেন, এভাবে মিথ্যা মামলায় ফেঁসে নির্দোষ মুসলিম যুবক নাসিরুদ্দিন ২৩ বছর কারাবাস করেছেন। আমির নামে আর এক নির্দোষ মুসলিম যুবক ১৪ বছরের কারাবাস করেছেন। দুটি ক্ষেত্রেই দীর্ঘ অন্যায় কারাবাসের পরে উভয়েই আদালতের রায়ে নির্দোষ সাব্যস্ত হন।