Wednesday, October 23, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

নির্বাচন কমিশনের নাম বদলে মোদী কোড অফ কন্ডাক্ট হোক, বেনজির আক্রমণ মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলায় চতুর্থ দফা ভোটের শেষে বেনজির সিদ্ধান্ত নিয়ে কোচবিহারে ৭২ ঘণ্টা রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তারপর পঞ্চম দফা ভোটের প্রচার ৭২ ঘণ্টা আগেই শেষ করার বেনজির সিদ্ধান্তও নেওয়া হয়েছে কমিশনের তরফে। এরপরই টুইট করে নির্বাটন কমিশনের নতুন নাম দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার টুইট করে জানিয়েছেন, ইসির নাম বদলে এমসিসি করে দেওয়া উচিত। ইসির নাম হওয়া এমসিসি। অর্থাৎ মোদী কোড অফ কন্ডাক্ট। বিজেপি এদের সবাইকে ব্যবহার করতে পারে। কিন্তু বিশ্বে এমন কোনও ক্ষমতা নেই যে, আমাকে মানুষের যন্ত্রণা ভোগ করা থেকে আটকাতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রবিবার কোচবিহার সফর বাতিল করেছেন। কিন্তু তিনি ভিডিও কনফারেন্সে কোচবিহারের শীতলকুচির মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। জানিয়েছেন তিনদিন পরই তিনি যাবেন কোচবিহারের শীতলকুচিতে। তাঁকে এভাবে আটকে রাখা যাবে না বলে সাফ জানিয়েছেন মমতা।

রবিবার টুইটেই তিনি তোপ দেগেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তিনি বলেন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। তাই নির্বাচন কমিশনের নাম বদলের বার্তা দিয়েছেন তিনি। নির্বাচন কমিশন আমার ভাই-বোনেদের দেখা করতে দেবে না তিনদিন। অর্থাৎ ওরা আমায় তিনদিন আটকাবে। আমি চতুর্থ দিনেই যাব।

রবিবার সকালে তিনি শিলিগুড়ি থেকে ভিডিও কলে কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। তিনি পাশে থাকার বার্তা দেন মৃতের পরিবারকে। পরিবারের সমস্ত দায়িত্ব তিনি নিচ্ছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার জেলার তৃণমূল সভাপতি পার্থসারথি রায়কে ফোন করে ভিডিও কনফারেন্সে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা।

Leave a Reply

error: Content is protected !!