Thursday, December 26, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

আজ ঘুরে দাঁড়ানোর পরীক্ষা কেকেআরের, সামনে সানরাইজার্স হায়দরাবাদ

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যর্থতা ভুলতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ছন্দে ফিরতে মুখিয়ে নাইটরা। এই ম্যাচের আগে নাইট শিবিরে মূল আলোচ্য বিষয়, রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে। দলীয় সূত্রে খবর, রান তাড়া করার ক্ষেত্রে তাঁকে নামানো হতে পারে তিন নম্বরে। শেষ ম্যাচে যদিও ছ’নম্বরে নামেন। ওয়ার্নারদের বিরুদ্ধে তাঁর ব্যাটিং অর্ডার এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁকে উইকেটে থিতু হওয়ার কিছুটা সময় দেওয়া হতে পারে।

পরিবর্তন করা হতে পারে দলের কম্বিনেশনও। নজর রয়েছে কমলেশ নগরকোটি ও প্রসিদ্ধ কৃষ্ণের উপরে। আজ শিবম মাভি, প্যাট কামিন্সের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দলে ঢুকে পড়বেন তাঁদের মধ্যে একজন। সন্দীপ ওয়ারিয়রের পারফরম্যান্স প্রথম ম্যাচে দাগ কাটতে পারেনি। কেকেআর জার্সিতে ১৪ উইকেট পাওয়া প্রসিদ্ধই তাই প্রথম পছন্দ। পিছিয়ে নেই নগরকোটিও। তাঁদের সঙ্গেই থাকছেন দুই স্পিনার। সুনীল নারাইন ও কুলদীপ যাদব।

 

 

Leave a Reply

error: Content is protected !!