দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর এক বছর পূর্তিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন ক্রীড়াবিদদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন মোদী। সেখানে ছিলেন বিরাট কোহলিও। পরে সন্ধ্যায় কিংস ইলেভনের বিরুদ্ধে মাঠে নামেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) অধিনায়ক। সেখানে দু’বার ক্যাচ ফস্কেছেন। ব্যাট হাতেও দলকে ভরসা জোগাতে পারেননি। মাঠে সেই খারাপ দিনের জন্য কংগ্রেসের তরফে খোঁচা দেওয়া হল মোদীকে।
সর্বভারতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান রোহন গুপ্ত টুইটারে বলেন, ‘কোহলি দুটি সহজ ক্যাচ ফেলে দিলেন এবং মাত্র এক রান করেই আউট হয়ে গেলেন! মোদী ম্যাজিক?’
Kohli drops two simple catches and gets out scoring only one run !
Modi Magic ?— Rohan Gupta (@rohanrgupta) September 24, 2020