দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রথমেই টসে জিতে ব্যাটিং করতে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান করে দিল্লি। জবাবে পরে ব্যাট করে ১৮ ওভার ৪ বলেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মা ৫১ বলে ৬৮ রান করেন। এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স।