দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফের ইসলাম ধর্মের বিরুদ্ধে মুখ খুললেন এক বিজেপি নেতা। কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। আল্লাহ ও মসজিদের আজান নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন কর্নাটকের বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। তখনই সভাস্থল সংলগ্ন একটি মসজিদ থেকে লাউড স্পিকারে আজান শুরু হয়। এরপরই আজান ও আল্লাহ নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তিনি। ওই বিজেপি নেতা বলেন, “প্রার্থনার জন্য লাউড স্পিকার ব্যবহার করতে হচ্ছে। এর অর্থ হল আল্লাহ কানে শুনতে পান না।”
কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরও বলেন, “আজান বাজলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়। সুপ্রিমকোর্টের রায় আসা বাকি আছে। আজ নয়তো কাল, আজান বন্ধ হবেই।” আজানকে সমস্যা বলে উল্লেখ করে তিনি বলেন, লাউড স্পিকারে আজান বাজানোর কোনও প্রয়োজন নেই।
মন্ত্রী একটি গর্দভ। উনি জানেন-ই না যে আজানের মাধ্যমে আল্লাহকে নয় মানুষকে ডাকা হয়। মানুষকে ডাকা হয় কল্যাণের দিকে, প্রার্থনার জন্য মসজিদের দিকে। বেটা মন্ত্রী হয়েছে এই জ্ঞান টুকু নেই যে আজানের মর্ম কি।