Saturday, July 27, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মুসলিমরা কি মুখ ফিরিয়ে নিচ্ছে? জবাব খুঁজতে মুসলিম মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করলেন মমতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সংখ্যালঘু প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী ও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে নিয়ে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দলের এই পাঁচজন মুসলিম নেতাকে নিয়ে বৈঠক করে বিশেষ কমিটি গড়েছেন মমতা। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী এই কমিটিকে সাগরদিঘি ভোটের বিপর্যয় নিয়ে একটি রিপোর্ট জমা দিতে বলেছেন। সঙ্গে গোটা রাজ্যের সংখ্যালঘু ভোট সংক্রান্ত বিষয় নিয়ে পাঁচ মন্ত্রীকে দ্রুত কাজে নামতে বলেছেন বলেই সূত্রের খবর।

সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তারপরেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে, তাহলে কি মুসলিম ভোটে ভাঙন ধরেছে শাসক দলের? কারণ, ওই আসনে ৬৮ শতাংশ ভোটারই মুসলিম। তারপরেই মুখ্যমন্ত্রী এই কমিটি গড়ে বিষয়টি নিয়ে প্রকৃত পরিস্থিতি জানতে চেয়েছেন বলেই তৃণমূল নেতারা মনে করছেন। এই কমিটি পূর্ণাঙ্গ একটি রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবে। তারপর রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেবেন তিনি। কমিটির এক সদস্যের কথায়, মুখ্যমন্ত্রী আমাদের যেমন নির্দেশ দিয়েছেন তা মেনেই আমরা কাজ করব।

Leave a Reply

error: Content is protected !!