দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মার্কিন মদদে গড়ে ওঠা বিশ্বের ভয়ঙ্করতম জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতিষ্ঠাতা ও কুখ্যাত জঙ্গি নেতা ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম আল-বদরি ওরফে আবু বকর আল-বাগদাদি এক মার্কিন সেনা অভিযানে নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতের এক অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। ওই অভিযানে কয়েকটি হেলিকপ্টার ও যুদ্ধ-বিমান অংশ নেয়। তাঁকে মাত্র কয়েক ঘণ্টার অপারেশনে নিকেশ করেছে মার্কিন সেনা। মৃত ব্যক্তি যে বাগদাদি সেটাও নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস জানিয়েছে, আত্মঘাতী জ্যাকেটের বোতাম টিপে নিজেকে উড়িয়ে দিয়েছেন আইএস প্রধান। দেহাংশের ডিএনএ পরীক্ষা করে ফরেন্সিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, মৃত ব্যক্তি বাগদাদি ছাড়া আর কেউ নন। নানা সংবাদ মাধ্যম ও সূত্র এর আগেও বেশ কয়েক বার বাগদাদির নিহত হওয়ার খবর প্রচার করেছিল। বাগদাদি ইসলামের নামে অপবাদ দেওয়ার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। বাগদাদিকে দায়েশ বা আইএস-এর নেতা হিসেবে গড়ে তুলতে ইহুদিবাদী ইসরাইলে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন