Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

করোনার তৃতীয় ঢেউ আসার আগে লকডাউন জারি করাই যথাযথ, পরামর্শ সুপ্রিমকোর্টের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যেভাবে মাথাচাড়া দিয়েছে, তা আতঙ্কের কারণ হয়ে উঠেছে। তৃতীয় ঢেউ আসার আগে লকডাউন জারি করাই যথাযথ। একটি মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করল সুপ্রিমকোর্ট। আদালত জানিয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, সংক্রমণ রোধে ভবিষ্যতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে পরিকল্পনা করতে হবে।

পাশাপাশি ভিড় এবং সুপার স্প্রেডার অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে। ভাইরাসকে থামাতে লকডাউনের ব্যাপারে ভেবে দেখার কথা বলা হয়েছে। তবে লকডাউন জারি করার পরামর্শ দেওয়ার পাশাপাশি, লকডাউনের জেরে মানুষের অসুবিধার বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা করতে বলেছে সুপ্রিমকোর্ট। লকডাউনের ফলে মানুষ যাতে আর্থিক সমস্যায় না পড়েন সেদিকে খেয়াল রাখার কথাও বলা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!