দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সম্প্রতি একটি ১৮৩ পেজের হলফনামায় মোদী সরকার সুপ্রিম কোর্টকে ক্ষতিপূরণ নিয়ে তাদের অপারগতা কথা জানিয়ে। কেন্দ্রের দেওয়া হলফনামায় বলা হয়েছে দেশে কোভিডে মৃতদের পরিবার কিছু ৪ লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। এতে যারা অন্য রোগে মারা যাচ্ছেন তাদের প্রতি অবিচার করা হবে৷ পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিপূরণ শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে দেওয়ার নিয়ম রয়েছে৷
প্রথম ও দ্বিতীয় দু’টি করোনা ওয়েভে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত দেশ। এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ ভারতীয় কোভিডে মারা গিয়েছেন৷ মৃত্যুর এই তালিকা প্রতিদিন লম্বা হচ্ছে৷ এরকম অবস্থায় কোভিড মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছিল। রবিবার তারই জবাবি হলফনামা দেশের সর্বোচ্চ আদাতলকে পাঠিয়েছে মোদী সরকার।
মৃত কোভিড পরিবার পিছু ৪ লক্ষ টাকা দেওয়ার অপারগতার কথা জানিয়ে কেন্দ্রের বক্তব্য, শেষ দু’বছরে বড় সময় ধরে লকডাউনে থাকতে হয়েছে দেশকে৷ এমনকী এখন দেশের বড় অংশে সম্পূর্ণ অথবা আংশিক লকডাউন রয়েছে৷ এতে ভারতের অর্থনীতি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারকে বিভিন্ন জলকল্যাণমূলক প্রকল্প নিতে হয়েছে মানুষের মুখে দু’বেলা খাবার তুলে দেওয়ার জন্য। ফ্রিতে ভ্যাকসিনেশন দেওয়ার জন্যও প্রচুর টাকা খরচ করা হচ্ছে৷ লকডাউনের কারণে সরকারের আয় কমেছে৷ এবং শেষ দেড় বছরে প্রচুর টাকা বিনিয়োগ করতে হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে৷ স্বাভাবিকভাবেই এই মুর্হূতে ৪ লক্ষ পরিবারে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জায়গাতে নেই কেন্দ্র।
কেন্দ্রের তরফে দেওয়া হলফনামায় সুপ্রিম কোর্টের পূর্বের কিছু রায়ের উল্লেখ করে বলা হয়েছে, কোর্ট যেন দেশের শাসন ব্যবস্থায় দখল না দেয়৷ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ক্ষতিপূরণ-সহ প্রয়োজনীয় ব্যবস্থা সময় মতো কেন্দ্রের পক্ষ থেকেই নেওয়া হবে বলে কোর্টকে জানানো হয়েছে৷