Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

জনগণ জুতো দিয়ে মারবে, ‘একলা চলো’ নীতি নিয়ে কংগ্রেসকে তোপ উদ্ধব ঠাকরের!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই মহারাষ্ট্র কংগ্রেসের তরফে রব উঠেছিল যে আগামী নির্বাচনে তারা একা লড়তে চায়। সেই প্রসঙ্গে এবার কংগ্রেসকে পালটা তোপ দাগলেন উদ্ধব ঠাকরে। শনিবার এই প্রসঙ্গে উদ্ধব বলেন, ‘মানুষের সমস্যা সমাধান না করে যদি কেউ একা ভোটে লড়াই করার কথা বলে তাহলে তাদেরকে মানুষ জুতো দিয়ে মারবে।’ শিবসেনার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষীকিতে উদ্ধব বলেন, সব রাজনৈতিক দলের উচিত, উচ্চকাঙ্খাকে দূরে সরিয়ে রেখে অর্থনীতি এবং স্বাস্থ্য খাতের কথা ভাবা।

এদিন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে কংগ্রেসের নাম না নিয়েই বলেন, ‘যদি আমরা মানুষের সমস্যার সমাধান না করি এবং শুধুমাত্র রাজনীতিতে একা তাখার কথা বলি, তাহলে মানুষ আমাদের জুতোপেটা করবে।’ উল্লেখ্য, মুম্বই কংগ্রেস প্রধআন ভাই জগতাপ সম্প্রতি বলেন, মুম্বই পৌরসভা নির্বাচনে তারা শিবসেনার সঙ্গে হাত না মিলিয়ে একা লড়তে প্রস্তুত।

 

সেই প্রসঙ্গে এদিন উদ্ধব ঠাকরে বলেন, ‘যদি কোনও দল বলে যে তাঁরা কারোর সঙ্গে হাত না মিলিয়ে একা লড়বে, তাহলে তাঁদের উচিত মানুষের মধ্যে নিজেদের দলকে নিয়ে বিশ্বাস জাগানো এবং মানুষকে ভরসা যুগিয়েছে। নয়ত মানুষ সেই দলকে প্রশ্ন করবে, কর্মসংস্থান তৈরির করার কোন পরিকল্পনা রয়েছে তাদের। কীভাবে তারা সাধারণ মানুষকে জীবন ধারণ করতে সাহায্য করবে।’

 

উদ্ধব আরও বলেন, ‘শিবসেনা ক্ষমতার জন্য মরিয়া নয়। আমরা কোনও অপ্রয়োজনীয় বোঝা ওঠাতে চাই না। আমরা সাধারণ মানুষের স্বার্থে পদক্ষেপ নেব। আমরা সেই লক্ষ্যে জোট সঙ্গীদের ছাড়াও নির্বাচন লড়তে পারি। সময় এসেছে যখন রাজনৈতিক দলগুলিকে ভাবতে হবে যে তাঁরা রাজনৈতিক স্বার্থে কাজ করবে নাকি অর্থনৈতিক ক্ষেত্রে সমাধান খুঁজতে এগিয়ে আসবে।’

Leave a Reply

error: Content is protected !!