দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সেরার তালিকায় শীর্ষস্থান দখল করল ‘দেশদ্রোহী’ তকমা পাওয়া জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং আলীগড় মুসলিম ইউনিভার্সিটি। শিক্ষা মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অনুযায়ী ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দিল্লি বিশ্ববিদ্যালয়কেও পিছনে ফেলে দিয়েছে জামিয়া মিলিয়া।
তালিকায় ৯০ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে জামিয়া মিলিয়া। এরপর ৮৩ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশের রাজীব গান্ধী ইউনিভার্সিটি। অন্যদিকে ৮২ শতাংশ নম্বর নিয়ে তৃতীয় স্থান দখল করেছে জেএনইউ। এছাড়া ৭৮ শতাংশ নম্বর পেয়ে চতুর্থ স্থান পেয়েছে আলীগড় মুসলিম ইউনিভার্সিটি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী প্রতিবাদের কেন্দ্রস্থল হয়ে দাঁড়ানো জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে গ্রন্থাগারে পড়ুয়াদের মারধর করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশের দাবি, বহিরাগত বিক্ষোভকারীদের খোঁজে তারা বিশ্ববিদ্যালয়ের কয়েক মিটার দূরে তারা অভিযান চালায়।