দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আব্রাহাম মিন্তজ ও জোহার আবু জামা। মিন্তজ একজন ধর্মপ্রাণ ইহুদি আর আবু জামা একজন ধর্মপ্রাণ মুসলিম। দুজনই কাজ করেন ইসরায়েলের জরুরি চিকিৎসা, দুর্যোগ, ব্লাড ব্যাংক পরিষেবা প্রতিষ্ঠান মেগান ডেভিড অ্যাডমে (এমডিএ)। রুটিন করে সপ্তাহে দুই থেকে তিনবার কাজে নেমে পড়েন এ দুই জরুরি সেবাদানকারী। বিরতিতে একসঙ্গে প্রার্থনা করা তাঁদের কাছে নতুন কিছু নয়।
সবেমাত্র শ্বাসকষ্টের এক রোগীকে জরুরি চিকিৎসাসেবা দিয়ে এসেছেন দুজনে। এর আগে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে সেবা দিয়ে এসেছেন তাঁরা। এদিনও ঘড়ির কাঁটা যখন সন্ধ্যা (দিনের আলো আছে তখনো) ৬টার দিকে মুখ করে রয়েছে, মিন্তজ আর আবু জামা বুঝতে পারলেন, এটিই বোধ হয় দিনের শিফটে তাঁদের একমাত্র বিরতির সময়। তাই প্রার্থনার জন্য তৈরি হলেন তাঁরা। কাঁধে কালো রঙের শাল নিয়ে জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনায় মগ্ন হলেন মিন্তজ। আর মক্কার দিকে জায়নামাজ রেখে নামাজে মগ্ন হলেন আবু জামা।
এরই মধ্যে মিন্তজ ও আবু জামার একসঙ্গে প্রার্থনা করার একটি ছবি তোলেন তাঁদেরই এক সহকর্মী। এরপর সোশ্যাল সাইটে পোস্ট করার পরই সেটি লুফে নেয় নেটিজেনরা। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছবিটি নিয়ে মন্তব্য করেন, ‘আমি উদ্ধারকাজে নিয়োজিতদের জন্য গর্ববোধ করি। তাঁরা কে কোন সম্প্রদায়ের, এটি কোনো বিষয় নয়।’ এক টুইটার ব্যবহারকারী ছবিটি নিয়ে লেখেন, ‘এক লড়াই, এক জয়। আসুন ঐক্যবদ্ধ হই।’