Saturday, December 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভারতের বিচার ব্যবস্থায় ক্ষমতাবান ও ধনীরা উপকৃত হয়, দীপক গুপ্তের পর মুখ খুললেন সুপ্রিমকোর্টের আইনজীবী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক :
ভারতের বিচার ব্যবস্থায় দেশের গরিব মানুষ উপকৃত হয় না। এতে কোটিপতি, বড়লোক, অপরাধীদের রক্ষা পেয়ে যায়। সম্প্রতি এমনই অভিযোগ করেছেন সুপ্রিমকোর্টের সদ্য বিদায়ী বিচারপতি দীপক গুপ্ত। গত ৬ এপ্রিল অবসর গ্রহণ করেন তিনি। নিজের বিদায়ী ভাষণে দীপক গুপ্ত বলেন, দেশের বিচারব্যবস্থা এমনভাবে চালিত হয় যাতে ক্ষমতাবান এবং ধনী ব্যক্তিরাই লাভবান হতে পারে।

এদিকে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম-এর সাধারণ সম্পাদক তথা সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি বিচারপতি দীপক গুপ্তর বক্তব্যকে পূর্ণ সমর্থন করেছেন। তিনি বলেছেন, তাঁর অভিজ্ঞতাও একথাই বলে। করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে দেশে লকডাউন চলছে, এই সময় পরিযায়ী প্রান্তিক শ্রমিকদের চরম দুরবস্থার কথাও বলেছিলেন বিচারপতি দীপক গুপ্ত।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!