দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ছোট্ট শিশু নিখিল। বয়স মোটে ৮। সে ভুগছে নিউমোনিয়া রোগে। দরিদ্র পরিবার, পরিবারের হালও খুবই খারাপ। এমন পরিস্থিতিতে ছোট্ট নিখিলের চিকিৎসার জন্য প্রয়োজন রক্ত। কিন্তু করোনা পরিস্থিতির কারনে ব্লাড ব্যঙ্কগুলির পরিস্তিতি খুবই খারাপ। রক্তের যোগান নেই, রক্তের ভাণ্ডারে টান। উপায় না দেখে নিখিলের পরিবার গ্রামে খবর পাঠায়।তাঁদের এই খবর পেয়ে সাহায্যর হাত বাড়িয়ে দেয় গ্রামের ছেলে সেলিম আনসারি।
সেলিমের ব্লাড গ্রুপ ছিল এ পজিটিভ, নিখিলেরও এ পজিটিভ। দু’জনের গ্রুপ মিলে যাওয়ায় নিখিলকে রক্ত দেয় সেলিম। দেশ জুড়ে এখন করোনার আতঙ্ক। ত্রস্ত দেশের সমস্ত মানুষ। এই অবস্তায় সোশ্যাল ডিসট্যান্সিং মানাটাই রোগ থেকে দুরে থাকার প্রাথমিক শর্ত। কিন্তু মানুষের মনুষত্ব ও মানবিক সম্পর্ক সামাজিক দূরত্বে প্রভাব ফেলে না। এই ঘটনা তারই প্রমান। সেলিম রোজা রেখে সারাদিন উপোস থাকা সত্বেও ছোট্ট নিখিলকে রক্ত দিতে এগিয়ে এসছেন তিনি। তার জন্য সেলিমকে ভাঙতে হয় রোজা।
Support Free & Independent Journalism