দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শুধুই প্রতিশ্রুতির ফুলঝুরি, বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে একের পর এক প্রতিশ্রুতি দিয়েই চলেছেন অমিত শাহ। কিন্তু আগে থেকেই বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন উঠছে কাজ আদৌ হবে তো?
আজ সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য কেজি থেকে পিজি অবধি বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। উত্তরবঙ্গকে তৃণমূল সরকার যেভাবে অবহেলা করেছে, কোনও সরকার কখনও আগে এমন করেনি। না গোর্খাদের নিয়ে ভেবেছেন না রাজবংশীদের নিয়ে ভেবেছেন। শিলিগুড়িতে মেট্রো পরিষেবা শুরু করব। আমাদের সোনার বাংলার অভিযান কলকাতা থেকে শুরু করব।”