Thursday, February 6, 2025
ফিচার নিউজরাজ্য

যাবো কোথায়? এনআরসির বিরুদ্ধে প্রতিবাদী গান কবীর সুমনের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি নিপাত যাক! নতুন গান বেঁধে প্রতিবাদে গেয়ে উঠলেন কবীর সুমন। তাঁর এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরেই তা ভাইরাল হতে শুরু করেছে। কবীর সুমনের প্রশ্ন আমার বাবা কি আসলে আমারই বাবা? সবাই আমাকে তাঁকে বাবা ডাকতে শিখিয়েছিল৷ মা বলতেন বাবার কাছে যাও৷ তবে ডিএনএ পরীক্ষা তো হয়নি৷ তাহলে কীভাবে প্রামণ করব আমি যাঁকে বাবা বলে ডাকতাম তিনিই আমার বাবা?

গানটির যে ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন সুমন, তা গাওয়ার আগে কিছু কথা বলেছেন তিনি। সে কথার প্রতিটি বাক্যে প্রতিবাদ ছিটকে উঠেছে এনআরসির বিরুদ্ধে। গানের প্রথম কয়েকটি লাইন হলো, ‘কই ছিলি কোত্থেকে এলি/ আয় খেলি দেশ দেশ খেলি/ সীমান্ত কাকে বলে, কাঁটাতার বুঝি!/ আয় খুঁজি দুনিয়াটা খুঁজি…’। এনআরসি নিয়ে তীব্র শ্লেষ ছিল সুমনের সে প্রশ্নে। তিনি ইঙ্গিত করতে চেয়েছেন, নিজেরই জন্ম-ইতিহাসের দিকে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!