দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার মধ্যরাতেই মথুরা জেল থেকে মুক্তি পেয়েছেন ডাঃ কাফিল খান। জাতীয় সুরক্ষা আইনে জেলে আটকে রাখা হয়েছিল কাফিল খানকে। গত বছরের ১২ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ-বিরোধী বিক্ষোভে বক্তৃতা দেওয়ার পরে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার তাঁকে গ্রেফতার করেছিল।
মঙ্গলবার মধ্যরাতে মথুরা জেল থেকে মুক্তি পেয়ে ডাঃ কাফিল খান বলেন, যোগী আদিত্যনাথের সরকার রাজধর্ম পালন করার চেয়ে ছেলেমানুষি জেদ দেখাতেই বেশি ব্যস্ত। তাঁর আশঙ্কা, আবার হয়তো নতুন কোনও একটা মামলায় তাঁকে জড়িয়ে দেওয়া হতে পারে। এদিন মুক্তি পেয়েই বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ডাঃ কাফিল খান।