নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নয়াদিল্লি : তাঁর নাম ডাঃ কাফিল খান। বারবার তিনি প্রমাণ করে দিচ্ছেন লড়াই কিভাবে করতে হয়। সেই গোরক্ষপুর বিআরডি মেডিকেল কলেজে অক্সিজেন ট্রাজেডির ঘটনা থেকে শুরু। এরপর তাঁর ভাইয়ের উপর গুলি, জেলে দুর্বিসহ জীবন কাটানো, সিএএ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার, মামাকে গুলি করে খুন। অত্যাচারের ফিরিস্তি দিয়ে শেষ করা যাবেনা। এতকিছুর পরও অনড় অটল ডাঃ কাফিল খান।
মঙ্গলবার জয়ের আরও এক মাইলস্টোন বসিয়ে দিলেন তিনি। এদিন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মন্তব্য করে গ্রেফতার হওয়া কাফিল সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পিটিশন দায়ের করে দ্রুত শুনানি ও মুক্তির আবেদন জানিয়ে ছিলেন। এদিন সুপ্রিমকোর্ট মামলাটি এলাহাবাদ হাইকোর্টে হস্তান্তর করে দেয়। আদালতে প্রায় আধঘণ্টা নিজের বক্তব্য পেশ করেন ডাঃ কাফিল খান। শুনানি শেষে পুলিশ ভ্যানে ওঠার সময় তাঁকে হাসতে দেখা যায়। এই হাসি যে জয়ের হাসি, তা বলাই বাহুল্য।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps