Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

যোগী সরকারের নয়া ষড়যন্ত্র! বাড়ল এনএসএ, এখনও ৩ মাস জেলে থাকতে হবে ডাঃ কাফিল খানকে

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, লখনউ : ডাঃ কাফিল খানের উপর আরোপ করা এনএসএ আরও তিনমাস বাড়িয়ে দিল উত্তরপ্রদেশের যোগী সরকার। কাফিল খানের দাদা আদিল খান দৈনিক সমাচারকে জানিয়েছেন, ‛সুপ্রিমকোর্ট এলাহাবাদ হাইকোর্টকে ১৫ দিনের মধ্যে কাফিল মামলার রায় দেওয়ার নির্দেশ দিলেও উত্তরপ্রদেশ সরকার অন্যায়ভাবে কাফিলের এনএসএ বৃদ্ধি করেছে।’

 

ডাঃ কাফিল খান বর্তমানে মথুরা জেলে বন্দি আছেন। গত ২৯ জানুয়ারি ২০২০ থেকে তিনি টানা জেলবন্দি। আলীগড় মুসলিম ইউনিভার্সিটিতে ২০১৯ সালের ১২ ডিসেম্বর তিনি সিএএ বিরোধী বক্তব্য রেখেছিলেন। পরদিন তাঁর বিরুদ্ধে এফআইআর হয়। এরপর জানুয়ারিতে হঠাৎ তাঁকে গ্রেফতার করা হয়। পরে জামিন পেলেও তাঁর উপর এনএসএ লাগিয়ে জেলবন্দি করে রাখা হয়েছিল।

নতুন করে এনএসএ বৃদ্ধি হওয়ায় ১৩ নভেম্বর পর্যন্ত জেলে কাটাতে হবে ডাঃ খানকে। কাফিলের পরিবার ন্যায়ের দাবিতে ছোটাছুটি করলেও যোগী সরকার নতুন করে তাঁদের বিপদে ফেলেছে। যদিও কাফিলের দাদা আদিলের দাবি, ‛এটা আমাদের পরাজয় না। লড়াই আরও জোরদার হবে।’ সমগ্র দেশবাসীকে তিনি এই লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

 

Leave a Reply

error: Content is protected !!