দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে এবার সোজাসুজি রাষ্ট্রসংঘের দরবারে চিঠি লিখলেন ডাঃ কাফিল খান। কয়েক মাস আগে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার হয়ে কাফিল খান ছিলেন মথুরার জেলে। তাঁর বিরুদ্ধে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ছিল। যদিও যাবতীয় অভিযোগ খারিজ করে আদালত তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়।
মথুরা জেলের অন্দরে তাঁকে দেওয়া হয়নি খাবার। তেষ্টা মেটাতে সময়ে সময়ে মেলেনি জল। চলেছে অকথ্য অত্যাচার। চিকিৎসক কাফিল খান এই সমস্ত তথ্য দিয়ে এবার সোজাসুজি রাষ্ট্রসংঘের দরবারে চিঠি লিখেছেন। জেলে তাঁর সঙ্গে কীভাবে অত্যাচার করা হয়েছে, তার বিস্তারিত তথ্য জানিয়েছেন ওই চিঠিতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত গোষ্ঠীকে গত ১৭ সেপ্টেম্বর চিঠি পাঠিয়েছেন এই চিকিৎসক।