Friday, March 14, 2025
ফিচার নিউজরাজ্য

বৃষ্টিতে বন্ধ হয়ে যাচ্ছিল ঠাকুর তৈরির কাজ, মৃৎশিল্পী অসীমকে নামাজের ঘরে ঠাঁই দিলেন ফরজ শেখ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সময় নেই একদম, অথচ কাজ বিস্তর বাকি। তার উপর প্রবল বৃষ্টি! ত্রিপল খাটিয়ে আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বৃষ্টির ধারায় অনবরত ধুয়ে যাচ্ছিল রঙের প্রলেপ, মাটির স্তর। সব মিলিয়ে কালীপ্রতিমা তৈরির কাজ প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল মৃৎশিল্পী অসীম পালের।

এহেন পরিস্থিতিতে প্রতিবেশী অসীমের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমানের আফরোজা ও তাঁর স্বামী ফরজ শেখ। সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝি একেই বলে! নিজেদের বাড়ির যে ঘরে বসে তাঁরা নামাজ পড়েন ছেড়ে দেন সেই বড় ঘরখানিই। শুধু তাই নয় আফরোজা ও ফরজ নিজেরাই এক এক করে প্রতিমা তুলে নিয়ে যান নিজেদের ঘরে।

এদিন প্রতিমা ঘরে তুলতে তুলতে নামাজের সময় পেরিয়ে যায় ফরজের। ফলে সে সময় আর মসজিদে যাওয়ার ফুরসত মেলেনি। তাই তখুনি অজু সেরে সেই ঘরেই নামাজ সেরে নেন তিনি। তখন সে ঘরেই নিশ্চিন্তে বসে দেবীর চোখ আঁকছিলেন অসীমবাবু। এ যেন এক টুকরো সত্যিকারের ভারত। এটাই বুঝি কবিদের কলমে ফোটা ওঠা আমাদের বাংলা।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!