Friday, March 29, 2024
দেশফিচার নিউজ

বিজেপিকে বিশ্বাস করতে পারছে না শিবসেনা! মহারাষ্ট্রে ৫০-৫০ ফরমুলা নিয়ে লিখিত আশ্বাসের দাবি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে ক্রমশ আরও কঠোর অবস্থান নিচ্ছে শিবসেনা। নতুন সরকার গঠনে দু’পক্ষের মধ্যে পদ ভাগাভাগির বিষয়ে দ্বিমত তৈরি হওয়ায় শিবসেনা তাঁদের জোটসঙ্গী বিজেপির কাছ থেকে লিখিত আশ্বাসের দাবি করেছে। ভোটের আগে উদ্ধব ঠাকরে এবং অমিত শাহের মধ্যে ৫০-৫০ চুক্তিতে জোট বেঁধে নির্বাচনী লড়াই লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ বিজেপি ৫০ শতাংশ এবং শিবসেনা ৫০ শতাংশ মন্ত্রিত্ব পাবে।

দলীয় প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রিতে এক বৈঠকে বসেন ৫৬ জন নব নির্বাচিত শিবসেনা বিধায়ক। তাঁরা দাবি করেন যে, বিজেপির লেটারহেডে, গেরুয়া জনের নেতৃত্বের স্বাক্ষরিত চিঠি দিতে হবে। শিবসেনার জানিয়েছে, বিজেপিকে বলা হবে, চিঠি দিয়ে আমাদের জানান, ৫০-৫০ ফরমুলা মানবেন কিনা। এখন যা পরিস্থিতি, মোটা কথায় বিজেপিকে বিশ্বাস করতে পারছে না শিবসেনা।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!