দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛নাজিবকে খুঁজে পায়নি, অথচ তারা ৩০০০ কনডোম পেয়ছে জেএনইউ এর ডাস্টবিনে। জানিনা তারা গুণে দেখেছে কিনা’। ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে আক্রমন শানালেন কানহাইয়া কুমার। ২০১৬-এর ফেব্রুয়ারিতে, বিজেপি সাংসদ জ্ঞানদেব আহুজা বলেছিলেন, ‛আপনারা প্রতিদিন ৩০০০ বিয়ারের ক্যান এবং বোতল, ২০০০ দেশী মদের বোতল, ১০০০ সিগারেট প্যাকেট, ৪০০০ বিড়ি, ৫০০০০ হাড়ের টুকরো, চিপসের ২০০০ প্যাকেট এবং ৩০০০ কনডোম ও ৫০০ গর্ভপাতের ইঞ্জেকশন পাবেন’।
জ্ঞানদেব আহুজার ওই মন্তব্যের একমাস পর, অক্টোবরে জেএনইউ এর ছাত্র নাজিব আহমেদ নিখোঁজ হন। দুবছর খোঁজাখুঁজির পর মামলা বন্ধ করে সিবিআই। এ প্রসঙ্গ তুলেই মোদী সরকারকে কটাক্ষ করেন কানহাইয়া। রবিবার জেএনইউতে হামলার পর থেকে, সোশ্যাল মিডিয়ায় চলছে মতামত প্রদান। তাঁদের টুকরে টুকরে গ্যাং ও বলা হয়েছে। কানহাইয়া বলেন, পড়ুয়াদের হেনস্থা করা এবং তাঁদের দিকে আঙুল তুললেই দেশের সমস্যা দুর হবে না। কানহাইয়া কুমার আগে জেএনইউ এর ছাত্র সংসদের সভাপতি ছিলেন। এদিন পুলিশের বিরুদ্ধেও আক্রমণ শানান তিনি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন