দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কর্নাটকের মাইসুরুর একটি বাস স্ট্যান্ডে মসজিদের মতো গম্বুজ থাকায়, সেই বাস স্ট্যান্ড ভেঙে দেওয়ার ফরমান জারি করলেন বিজেপি সাংসদ প্রতাপ সিম্হা। মাইসুরু প্রাসাদের অনুকরণে বাস স্ট্যান্ডটি তৈরি হলেও মাইসুরু-কোডাগু এলাকার বিজেপি সাংসদ প্রতাপ সিম্হার মনে হয়েছে, তা আসলে মসজিদের আদলে তৈরি।
সম্প্রতি একটি বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন ওই বিজেপি সাংসদ। সেখানে তিনি বলেন, ‘‘ওখানে তিনটি গম্বুজ আছে। একটি বড়, দু’পাশে দু’টি ছোট গম্বুজ। এটা তো মসজিদ। আমি ইঞ্জিনিয়ারদের বলেছি ওই বাস স্ট্যান্ড ভেঙে দিতে। যদি কথামতো কাজ না হয়, তা হলে আমি নিজেই জেসিবি চালিয়ে গিয়ে ভেঙে দেব।’’
উল্লেখ্য, ওই বাস স্ট্যান্ডটি তৈরি হয়েছে স্থানীয় বিজেপি বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের টাকায়। কৃষ্ণরাজা বিধানসভা কেন্দ্রের বিধায়ক এস এ রামদাস সাংসদ প্রতাপ সিম্হার ফরমানে বিব্রত। তিনি বলছেন, ‘‘এটা দুর্ভাগ্যজনক ঘটনা। বাস স্ট্যান্ডটিকে মাইসুরু প্রাসাদের আদলে তৈরি করা হয়েছিল। মসজিদের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই।’’