দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সংসদ ভবনে হামলায় অভিযুক্ত আফজল গুরুর মৃত্যুদিনে জেএনইউ চত্বরে সভা হয়েছিল ছাত্রনেতা কানহাইয়া কুমারের নেতৃত্বে। অভিযোগ, সেই সভায় দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছিল। ২০১৬ সালের সেই মামলায় কানহাইয়া কুমারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিল দিল্লির কেজরিওয়াল সরকার৷
দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি নিয়ে নানারকম টালবাহনা চলছিল৷ নতুন করে ক্ষমতায় আসার পরেই এই মামলার শুনানির ফাইল ছেড়ে দিল দিল্লির সরকার৷ সম্প্রতি আদালত পুলিশকে বলে, তাড়াতাড়ি অনুমতি দেওয়ার জন্য আপ সরকারকে চিঠি দিন। সেইমতো চিঠি দেয় দিল্লি পুলিশ। তারপরেই দিল্লি সরকার অনুমতি দিয়েছে।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps