Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দেশের শাসন ব্যবস্থার নিরিখে সেরা রাজ্য কেরল, সবশেষে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ!‌ দাবি সমীক্ষায়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশের শাসন ব্যবস্থার নিরিখে সেরা রাজ্য স্থান দখল করল বাম শাসিত কেরল। সেই সাথে সবশেষে নাম রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ!‌ এমনটাই দাবি বেঙ্গালুরুর একটি স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষায়। প্রাক্তন ইসরো প্রধান কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার এই সমীক্ষাটি করেছে। যাতে মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলিই দেশের মধ্যে সেরা বলে বিবেচিত হয়েছে।

অন্যান্য রাজ্যগুলির মধ্যে এই সংস্থার সমীক্ষার নিরিখে দেশের সেরা চার রাজ্যের সবকটি দক্ষিণ ভারতের। কেরলের পর দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, তৃতীয় অন্ধ্রপ্রদেশ এবং চতুর্থ কর্ণাটক। শেষদিক থেকে তিনটি রাজ্য হল উত্তরপ্রদেশ, ওডিশা এবং বিহার। দেশে সবচেয়ে খারাপভাবে শাসিত রাজ্যগুলির মধ্যে বিহার তিন নম্বরে। যা কিনা ভোটের মধ্যে অস্বস্তির খবর নীতীশ কুমারের জন্য।

মূলত সুসংহত উন্নয়নের পরিকল্পনা, জীবনধারণের মান, নাগরিকদের নিরাপত্তার মতো সূচকের নিরিখে সমীক্ষাটি করেছে স্বীকৃত এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। তাঁদের বিচারে দেশের মধ্যে সেরা রাজ্য নির্বাচিত হয়েছে কেরল। যা আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বিজয়নকে স্বস্তি দেবে। এই সংগঠনটির বিচারে দেশের সবচেয়ে খারাপভাবে শাসিত রাজ্য নির্বাচিত হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। যা খানিকটা হলেও অস্বস্তিতে ফেলবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

ছোট রাজ্যগুলির মধ্যে অবশ্য বিজেপি শাসিত গোয়া, মেঘালয় এবং হিমাচলপ্রদেশ রয়েছে সবার উপরে। এই সূচকে খারাপ খবর দিল্লির জন্য। ছোট রাজ্যগুলির মধ্যে দেশে দ্বিতীয় সবচেয়ে খারাপভাবে শাসিত রাজ্য দিল্লি। এর নেপথ্যে সদ্য ঘটে যাওয়া দিল্লি হিংসার ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে। ছোট রাজ্যগুলির মধ্যে আবার সবচেয়ে নীচে আছে বিজেপি শাসিত মণিপুর। বিজেপি শাসিত উত্তরাখণ্ড এই তালিকায় শেষের দিক থেকে তৃতীয়।

 

Leave a Reply

error: Content is protected !!