Sunday, November 9, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

১৫ বছর পর মাদ্রাসায় গ্রুপ ডি কর্মী নিয়োগের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দীর্ঘ দেড় দশক পর মাদ্রাসার শূন্যপদগুলিতে নিয়োগে জট কাটল। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের মাদ্রাসাগুলিতে নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১০ সালে। সেই শেষ, তারপর থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫ বছর কেটে গেলেও পরীক্ষায় উত্তীর্ণেরা চাকরি পাননি।

আগামী ২১ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্ট জানিয়েছে, ২০১০ সালের নিয়োগবিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে মাদ্রাসা কমিশনকে। বিচারপতি পার্থসারথি সেনের রায়, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন। রাজ্যের মাদ্রাসাগুলিতে এই মুহূর্তে গ্রুপ ডি কর্মীদের ২৯২টি শূন্যপদ রয়েছে। গত ১৫ বছরেও সেই শূন্যপদগুলিতে নিয়োগ না হওয়া নিয়ে মামলা চলছিল হাইকোর্টে।

Leave a Reply

error: Content is protected !!