দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলা পার্ক সার্কাস ময়দানের আন্দোলন গড়াল ২৩ দিনে। পার্ক সার্কাস ময়দানে বিগত ২৩ দিন ধরে ধর্না দিচ্ছেন প্রায় ৬০ জন মুসলিম মহিলা। এই আন্দোলন বুধবার ২৩ দিনে পড়ল। গৃহবধূ থেকে চাকুরীজীবি তরুণী, টানা তিন সপ্তাহ ধরে এই আন্দোলনে সামিল হয়েছেন বহু মহিলা।
বিজেপি ইতিমধ্যে এই ধরণের আন্দোলনকে ‛অনুপ্রবেশকারী’দের আন্দোলন বলে চিহ্নিত করেছে। যদিও আন্দোলনরত পিএইচডি স্কলার নৌসিন খান বলেন, ‛যতক্ষণ না পর্যন্ত সিএএ বিলোপের কোনও সুরাহা সরকার দিচ্ছে, আমরা এখান থেকে নড়ব না।’ ইতিমধ্যে সমাজের বিশিষ্টজন, গায়ক, সামাজিক কর্মীরা প্রতিবাদীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন